বৃহস্পতিবার ভয়াবহ ভূমিধসে ভেঙে গেল রাস্তা। এমন ঘটনায় আটকে পড়েছেন প্রায় ৩০০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায়। যাতায়াতের অন্যতম রাস্তা ছিল সেটি। রাস্তাটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন যাতায়াতকারীরা।
সূত্রের খবর, উত্তরাখণ্ডের পিথোরাগড় লক্ষণপুরের কাছে ধারচুলা থেকে ৪৫ কিলোমিটার উপরে লিপুলেখ-তাওয়াঘাট সড়কে পাহাড়ের একটি বিশাল অংশ ধসে পড়ার পরে ১০০ মিটার রাস্তা ভেঙে যায়। যার জেরে যাত্রীরা ধারচুলা এবং গুঞ্জিতে আটকা পড়েছে। যাত্রীদের উদ্ধার করে এবং রাস্তাটি মেরামত করে দু’দিন পর সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এমন ঘটনার পর আবহাওয়া দফতর থেকে ধুলো ঝড় এবং বজ্রবৃষ্টির জন্য সতর্কতা জারি করা করা হয়েছে। পুলিশের তরফ থেকে সমস্ত তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
ব্যুরো নিউজ, দেরাদুন, উত্তরাখন্ড।