Bhubaneswar : জ্বালানির ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৪, আহত ১

আরও পড়ুন

জ্বালানিবোঝাই অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, বেঘোরে প্রাণ গেল ৪ জনের। আহতও হয়েছেন ১জন।

শনিবার ভোরবেলা নয়াগড় জেলার ইটামাটিতে বড় পান্ডুসারা সেতু থেকে পড়ে একটি জ্বালানিবোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আহতকে প্রথমে নয়াগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়।

সূত্রের খবর, ঘুমের চোখে ট্যাংকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং-এ ধাক্কা মেরে কুসুমী নদীতে পড়ে যায়। এরপরই এলাকা কাঁপিয়ে বিস্ফোরণ ঘটে।

দ্রুত খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। হাসপাতালে তাদেরকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা কার্যত ঝলসে যাওয়া ৪ ব্যক্তিকেই মৃত বলে ঘোষণা করেন।
নিহতরা হলেন- পঙ্কজ নায়ক, দীপু খাটুয়া, সমীর নায়ক ও চন্দন খাটুয়া। প্রত্যেকের বাড়ি-ই আশপাশের এলাকায়। আহত ওই ব্যক্তিকে প্রথমে নয়াগড়ের এক স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উড়িশা-র কটকের কাছে এস সি বি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। দৃশ্যতই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ নয়াগড় এবং নিহতদের পরিবার সংলগ্ন এলাকা।

ব্যুরো নিউজ, ভুবনেশ্বর, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close