ঘুমের ঘোরেই নবনির্মিত বাড়ির দেওয়াল ভেঙে চিরতরে ঘুমিয়ে গেলেন ৪জন শ্রমিক। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। মৃত ওই ৪ জনই বিহারের বাসিন্দা। তাদের নাম মান্ডু দাস, নীলেশ কুমার সদয়, শ্যাম কুমার সদয় ও মনোজ কুমার সদয়। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন । তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, মোট ৯ জন শ্রমিক ওই শেড-এ ঘুমিয়ে ছিলেন। প্রবল বৃষ্টির কারনে গুদামের একটি নবনির্মিত দেওয়াল ভেঙে পড়ে। এক জন বিষয়টি আন্দাজ করতে পেরে দৌড়ে অন্যদের সতর্ক করার আগেই হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় দেওয়াল যার ফলে ঘটনাস্থলেই মৃত হয় ৩ জনের। বাকি ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে। বাকি ৪ জন চিকিৎসাধীন। নির্মাণকারী সেই সংস্থার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে । বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ সুপার এমএল পুরুষোত্তম জানান- ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থা, সাইট ইঞ্জিনিয়ার সহ-বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করা হয়েছে”।
অন্যদিকে এমন দুঃসংবাদ পেয়ে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।
ফোর্টিন টাইমলাইন, বেঙ্গালুরু, কর্ণাটক।