Dispur : জাপানিজ এনসেফেলাইটিস এর হানায় মৃত ৮

আরও পড়ুন

এবার অসমে থাবা জাপানিজ এনসেফেলাইটিস-এর। একদিকে বন্যায় নাজেহাল অসমবাসী। অন্যদিকে নতুন করে আবার জাপানিজ এনসেফেলাইটিস।

সূত্রের খবর, গত ন’দিনে জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গিয়েছেন। সেইসঙ্গে মোট ৮২ জন জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত। রাজ্য স্বাস্থ্য বিভাগ জেলা কর্তৃপক্ষকে জেলা রাপিড রেসপন্স টিম গঠন করতে এবং পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে। অসমে জাপানি এনসেফেলাইটিস এবং ম্যালেরিয়ায় প্রতিবছর বহু লোক মারা যান।

বিগত ২ বছর যাবত কোভিড ১৯ মহামারী সঙ্গে লড়াই করে চলছে অসম-সহ গোটা দেশ। এবছর বন্যার ফলে অসমের লোকজন হিমশিম খাচ্ছে সেই সঙ্গে আবার নতুন আতঙ্ক জাপানিজ এনসেফেলাইটিস। কিছুদিন আগেই অসমে দেখা দিয়েছিল আফ্রিকান সোয়াইন ফ্লু। যেনও ১৫ হাজার শূকরের মৃত্যু হয়েছিল।

অসম স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী এবং এনএইচএম ডিরেক্টর ডাঃ এমএস লক্ষ্মীপ্রিয়া গত শনিবার জেলা কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক সারেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য ১৬ জুলাইয়ের মধ্যে ডিআরআরটি গঠন করার নির্দেশ দেন।

ফোর্টিন টাইমলাইন, দিসপুর, অসম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close