New Delhi : চাকরি খুঁজতে গিয়ে গায়েব তরুণীর ৮ লক্ষাধিক টাকা

আরও পড়ুন

চাকরির খোঁজ করতে গিয়ে ৮ লক্ষাধিক টাকা খোয়ালেন দিল্লির এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় একটি লিংকের মাধ্যমে চাকরির বিজ্ঞাপনের খোঁজ পান ওই তরুণী। সেই লিংকে ক্লিক করতেই তার এত পরিমাণ টাকা খোয়া যায়।

সূত্রের খবর, চাকরির জন্য হন্যে হয়ে খোঁজ করছিলেন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি কাজের বিজ্ঞাপনের লিংক দেখেন তিনি। তার কাজের খুব দরকার পড়ায় সেই লিংকে ক্লিক করে চাকরি প্রার্থীর প্রয়োজনীয় তথ্য পূরণ করার জন্য একটি ফর্ম দেওয়া হয়। বিজ্ঞাপনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী ওই তরুণী ধাপে ধাপে সেই ফর্মটি পূরণ করেন। এরপরই রাহুল নামে এক ব্যক্তি ওই তরুণীকে ৭৫০ টাকা জমা দিতে বলেন। শুধু এতেই থেমে থাকেনি। একের পর এক বিভিন্ন কারন দেখিয়ে ওই তরুণীর কাছ থেকে ৮ লক্ষ ৬০ হাজার টাকা তুলে নেয় ওই ব্যক্তি।

অতঃপর ওই তরুণীর এতে সন্দেহ হলে তিনি পুরো বিষয়টি পুলিশের কাছে জানিয়ে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরার পর নিজের মুখে অপরাধ স্বীকার করে অভিযুক্ত।

ফোর্টিন টাইমলাইন, নয়াদিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close