মোবাইল গেম খেলতে বাধা দেওয়ায় রাগে মা’কে খুন ছেলের

মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় নিজের মা'কে খুন করল এক কিশোর। তিনদিন ঘরে ফেলে রেখেছিল তার মায়ের মৃত দেহ

আরও পড়ুন

মোবাইল গেম-এ আসক্ত হয়ে মা’কে খুন করল এক ১৬ বছরের কিশোর। মোবাইল ফোন গেম খেলতে মানা করায় ঘুমন্ত অবস্থায় খুন হতে হল মা’কে। সূত্রের খবর, মৃতার নাম সাধনা সিং। ঘটনাটি ঘটেছে লখনউয়ের পঞ্চমখেদা যমুনাপুরম কলোনিতে। এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

লখনউয়ের পঞ্চমখেদা যমুনাপুর কলোনির বাসিন্দা সেই কিশোর এবং তার পরিবার। সেই কিশোরের বাবা নবীন সিং আসানসোলে কর্মরত। ১৬ বছরের সেই কিশোর অতিরিক্ত মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। ফলে, তার মা প্রতিদিন তাকে গেম খেলা নিয়ে বকাবকি করতো। সঙ্গে মারধরও করতো বলে খবর। ঘটনার দিনও এই মোবাইল খেলা নিয়েই মায়ের কাছে মার খায় সে। এরপর সেইদিনই সে তার মাকে মারবে বলে সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ঘটনার দিন রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন সাধনা সিং। সেই সময় ঘুম থেকে উঠে সেই কিশোর তার মাকে বন্ধুক দিয়ে গুলি করে খুন করে। বাড়িতে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্ধুক রাখা ছিল। সেই বন্ধুক দিয়েই তার মায়ের মাথায় গুলি করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাধনা সিংয়ের।

জানা যায়, খুনের পর তিনদিন ঘরের মধ্যেই মায়ের দেহ লুকিয়ে রাখে সে। কাউকে কোনোও কিছু বুঝতে দেয়না সে। পাড়ার প্রতিবেশীরা যেন না জানতে পারে তার জন্য নিজের বোনকেও শাসিয়ে রেখেছিল সেই কিশোর। তিনদিনের পর যখন সেই মৃত দেহ থেকে দুর্গন্ধ বার হয় তখন আর কোনো ও উপায় না পেয়ে পুলিশকে সে বলে,”একজন ইলেক্ট্রিশিয়ান এসে মাকে খুন করে চলে গেছে”। এরপর আড়াই ঘন্টা পর সেই কিশোর নিজেই তার দোষ শিকার করেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close