তিনবছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজনস্থানের সিরোহি জেলায়। পুলিশি সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম কানারাম কোলি এবং তার শিশুর নাম বিক্রম কোলি, বয়স ৩ বছর। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বাবা এবং সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, কানাারাম তার সন্তান বিক্রমের গলায় দড়ি জড়িয়ে তারপর নিজের গলাতেও ফাঁস জড়িয়ে ঝুলে পড়েছেন। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা এমন ঘটনার খবর জানতেই পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কেনও ওই ব্যক্তি তার সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই কানারামের স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
ফোর্টিন টাইমলাইন, রাজস্থান।