তীর্থস্থান থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ১০ জনের।তীর্থস্থান ঘুরে বাড়ি ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা। রাজপথের ঘটনাস্থলেই নিহত হন ১০ জন এবং আহত হন আরও ৭ জন।
বৃহস্পতিবার কাকভোর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিট-এ। সূত্রের খবর, তীর্থযাত্রীরা ভ্রমণ শেষ করে লরিতে চেপে হরিদ্বার থেকে অসমের লখিমপুরে ফিরছিলেন। এমন সময় হরিদ্বারে পিলভিটের জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অনুমান, জাতীয় সড়কে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যর কোলে ঢলে পরেন ১০জন তীর্থযাত্রী। এবং গুরুতর আহত হন ৭ জন।
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে যাত্রীদের। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
বর্তমানে ৫ জন সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সেখান থেকে রেফার করে দেওয়া হয় বরেলীর হাসপাতালে। এবিষয়ে পিলিভিটের জেলাশাসক পুলকিত খারে জানিয়েছেন- পুলিশ গোটা ঘটনাটির তদন্ত আরম্ভ করেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে ফাঁকা রাস্তায় কি করে লরিটি নিয়ন্ত্রণ হারালো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে লরি চালক-এর ঘুম পেয়েছিল নাকি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা।
ব্যুরো নিউজ,লখনৌ,উত্তর প্রদেশ।