শুধু ৩ লক্ষ্য টাকার জন্য বিক্রি হল এক সদ্যজাত শিশু (New born baby)। এমন আশ্চর্য্যজনক ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) তিরুঅনন্তপুরমে। তিরুঅনন্তপুরমের এক সন্তানহীন দম্পতির কাছে বিক্রি করা হয় ওই শিশুটিকে।
সূত্রের খবর, ওই সদ্যজাত শিশুটির বিক্রি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তার আসল মা-বাবার খোঁজ করা হয়। কিন্তু, তাদের কোনও খোঁজই পাওয়া যায় না। যেই দম্পতি শিশুটিকে কিনেছেন তার ঘটনাটির কথা পুরোপুরিভাবেই স্বীকার করে নেন। তারা আরও বলেন, অন্তঃসত্ত্বা মহিলার যাবতীয় চিকিৎসা এবং ওষুধপত্রের খরচাও তারা মিটিয়েছেন। কেরল স্বাস্থ দফতরের কাছে এমন খবর আসতেই তারা বিক্রি হওয়া শিশুটিকে এলাকার শিশু কল্যাণ পরিষদে রেখেছে। এই ঘটনায় ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস এর কাছে রিপোর্ট তলব করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। পুরো ঘটনাটির তদন্তের পাশাপাশি সেই শিশুটির আসল বাবা-মারও খোঁজ করা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, কেরল।