মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস রেলগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের রোপার এলাকার কিরাতপুর সাহিবের কাছে। মৃত ওই শিশুটির নাম খুশি। বয়স ৩ বছর। সূত্রের খবর, ওই শিশু কন্যার বাবা রেললাইন হেটে হেটে পার হচ্ছিল। তিনি লক্ষ্য করেননি তার তিন বছরের শিশু কন্যাও তার পিছু নিয়েছে। শিশুটির বাবা রেললাইন অতিরিক্রম করতেও পারলেও, সেই বছর তিনের কন্যা রেল লাইনটি অতিক্রম করতে পারেনি। সেই রেল লাইনে আটকে মৃত্যু হয় তার। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর।
ফোর্টিন টাইমলাইন, পঞ্জাব।