সংগীত যে কোনও ধর্ম-বর্ণ এমনকি আন্তর্জাতিক সীমারেখা মানে না তা আরেকবার প্রমাণিত। ভারতে পাকিস্তানি গানের জনপ্রিয়তা ক্রমে বেড়েই চলেছে। দুটি দেশের সীমানার মাঝে থাকা ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP) কর্মী সমন্বিত একটি ভিডিও তাদের ‘আফরিন আফরিন’-এর প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে অনলাইনে মন জয় করছেন নেটিজেনদের।
প্রসঙ্গত, ধর্ম-রাজনীতি নিয়ে দুই দেশের মধ্যে যতই যুদ্ধাবস্থা লেগে থাকুক না কেনও, পাকিস্তানে যেমন ভারতীয় সিনেমার অসংখ্য ভক্ত, ঠিক তেমনই ভারতেও পাকিস্তানি গানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর সেই ঘটনারই ফের প্রমাণ মিলল ইন্দো-টিবেটিয়ান (ITBP) বর্ডারে।
উল্লেখ্য, ২০১৬ সালে পাকিস্তানি কোক স্টুডিও সিজন ৯-এ এই গানটি গেয়েছিলেন রাহাত ফতেহ আলি খান এবং মোমিনা মুস্তেহসান। গানটি মূল সুর করেছিলেন তাঁর কাকা নুসরত ফতেহ আলি খান। আইটিবিপি (ITBP) তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করা একটি ভিডিওতে, কনস্টেবল বিক্রমজিৎ সিং-কে আবেগের সঙ্গে হিট গানটি গাইতে দেখা যায়, একজন নেলি, অন্য একজন কনস্টেবল, তার সঙ্গে গিটারে। হিমবীরদের বাদ্যযন্ত্রের প্রতিভাকে উজ্জীবিত করে, এই জুটির সংক্ষিপ্ত ভিডিওটি নেটিজেনদের আরও বেশি চায়।
Published by Ankita Das, Fourteen web desk.