অসমের অ্যাড-হক কমিটির সদস্য তালিকা প্রকাশ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আসামে একটি অ্যাড-হক কমিটি গঠন করলেন। যার সভাপতি হলেন রিপুন বোরা। একাধিক উপ-রাষ্ট্রপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষকে নিয়ে গঠিত হল কমিটি।

আরও পড়ুন

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রিপুন বোরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিপুনকে রাজ্য সভাপতি করার জন্য চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আসামে তৃণমূলের একটি অ্যাড-হক কমিটি গঠন করলেন। যা চালনা করবেন রাজ্য সভাপতি রিপুন বোরা।

রিপুন বোরা


উল্লেখ্য, এই অ্যাড-হক কমিটিতে মোট ৪ জন উপ-রাষ্ট্রপতিকে নির্ধারণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন- গোপীনাথ দাস, নুরুল ইসলাম চৌধুরী, শ্যামল সরকার এবং বীরেন্দ্র নাথ। এর পাশাপাশি এই কমিটিতে মোট ১৩ জন সাধারণ সচিবকে নির্বাচিত করা হয়েছে।

১৩ জন সাধারণ সচিবদের মধ্যে রয়েছেন- দিগন্ত ভূষণ বর্মন, গজেন্দ্র প্রসাদ উপমন্যু, বনদীপ দত্ত, অরূপ জ্যোতি ভুঁইয়া, জুলফিকার হোসেন, দেব দাস সরকার, চিত্তরঞ্জন পাল, মেহবুব হোসেন, শিখা শর্মা, চন্দন মজুমদার, অভিজিৎ মজুমদার, মোহনলাল দাস এবং তড়িৎ চ্যাটার্জি।

সূত্রের খবর, কমিটির কোষাধ্যক্ষ করা হয়েছে ঘন কান্ত চুতিয়াকে এবং কমিটিতে একাধিক রাজ্য কার্যনির্বাহক নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে- সোহা দেবদাস, তাপস বসু, আবুল কালাম ওয়ারসি, কোবাদ হোসেন, সরিফুন নিশা, আশাহক আলি দেওয়ান, বিশ্বজিৎ হাজারিকা, আব্দুল গনি, শিখা দাস, রামচরণ দেবনাথ, শহীদুর রহমান, রাজেন্দ্র মুশাহরি, আতিফুর রহমান, খুরশিদ মির্জা আশিকুর রহমান, ফাকারুদ্দিন, জয়ন্ত চৌধুরী, আব্দুল জলিল তালুকদার, বাবুল সোনওয়াল, নন্দকিশোর আচার্য, শাহাজান আলি আচার্য শাহাদাত হোসেন, উজ্জ্বল বিশ্বাস, মজুদ আহমেদ লস্কর, পার্থপ্রতিম ব্রহ্ম, সূরজ চন্দ, আরাধন মন্ডল, আব্দুল ওয়াহাব মন্ডল, শেখর ঘোষ, প্রদীপ ব্রহ্ম, তপন কালিতা, মানস চালিহা, বিজিত দাস, প্রকাশ তাঁতি, তিনু দত্ত, রূপন দাস, ইক্রামুল হুদা, গৌরাঙ্গ বোরা, ভীম প্রসাদ শর্মা, সুবীর কর্মকার, রাজীব আলি, জ্ঞানেন্দ্র বর্মন, প্রসেনজিৎ চৌধুরী, অতুল দত্ত এবং আরও অনেকে রয়েছেন।

অ্যাড-হক কমিটিতে মোট ২৫ জন রাজ্য সম্পাদক এবং ২৫ জন রাজ্য কর্মনির্বাহককে নিযুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এদিন অ্যাড-হক কমিটিকে আরও বিস্তৃত করলেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close