Anandpur : শিশুর রহস্যমৃত্যুতে গ্রেফতার বাবা

আরও পড়ুন

বাবার গোয়ার্তুমিতে প্রাণ হারালো ফুটফুটে সন্তানটি। সূত্রের খবর, গত ৬ নভেম্বর অন্ধ্রপ্রদেশের আনন্দপুরে একটি শিশুমৃত্যুকে কেন্দ্র করে দানা বাঁধে রহস্য।শিশুটির মৃত্যুর পরপরই ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় বাবা-মা। শনিবার দিদিমার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় শিশুটির বাবা।

সোনি খাতুন ও বিজয় মন্ডলের একমাত্র সন্তান রোহন মন্ডল । বয়স মাত্র তিন বছর। পুলিশ জেরা করে জেনেছে- গত ৬ নভেম্বর, রবিবার নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিজয় মন্ডল। সেই সময় ছেলে বার বার শৌচাগারে যেতে চাইলে তিনি বিরক্ত হয়ে প্রথমে শিশুটির গালের সোপাটে চড় কষেন, এরপর কান্নাকাটি শুরু করলে উত্তেজিত হয়ে দেওয়ালে ছেলের মাথা ঠুকে দেন। পরে ভুল বুঝতে পেরে তড়িঘড়ি স্ত্রী-কে সঙ্গী করে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করতে গিয়ে ‘ব্রট ডেথ’ লিখে দেন বলে খবর। এরপর আত্মরক্ষার্থে ছেলের মৃত্যুর কারণ হিসেবে নানান গল্প ফাঁদলেও কার্যত তা ধোপে টেকেনি। শিশু মৃত্যুর সাত দিন পর ১২ নভেম্বর, শনিবার শিশুটির বাবাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনা হয়।পুলিশি জেরায় সব স্বীকার করে সে পূর্ণাঙ্গ ঘটনার বিবরণ জানিয়েছে। ওইদিনই তার বাড়িতে নিয়ে পুলিশ অফিসারেরা ঘটনাটি স্ব অভিনয়ের মাধ্যমে দেখে আসেন। এবং শিশু মৃত্যুর রহস্যের পর্দা উন্মোচিত করেন। অন্যদিকে, রবিবার আদালতে অভিযুক্ত বিজয় মণ্ডলকে তোলা হলে তার জামিন অগ্রাহ্য করেন বিচারক। এলাকার মানুষ অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ব্যুরো নিউজ , আনন্দপুর, অন্ধ্রপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close