হাসপাতাল থেকে ফেরার পথে অটোতে মৃত্যু হয় ওডিশার বাসিন্দা এক ব্যক্তির স্ত্রীর। এর পর অটো চালক তাদের বাকি পথ নিয়ে যেতে অস্বীকার করেন । ফলে বাধ্য হয়েই স্ত্রীর দেহ কাঁধে নিয়ে কয়েক কিলোমিটার হাটতে হল ওই ব্যাক্তিকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।
সূত্রের খবর, ওই দম্পতি ওডিশার বাসিন্দা। সামুলু পাঙ্গি নামে ওই ব্যাক্তির স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতার কারনে বিশাখাপত্তনমের সাঙ্গিবালাসার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসায় সাড়া না মেলায় চিকিৎসকের পরামর্শ মত স্ত্রীকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যাক্তি । কিন্তু মাঝপথে সামুলুর স্ত্রীর মৃত্যু হয়। এরপর অটোচালক তাদের বাকি পথ নিয়ে যেতে অস্বীকার করেন। উপায় না দেখে স্ত্রীকে কাঁধে নিয়ে হাটা শুরু করেন সামুলু । এমন দৃশ্য কিছু পুলিশকর্মীর নজরে পড়লে তারা একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেয় তাদেরকে । পুলিশের সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান সামুলু পাঙ্গি। পাশাপাশি অটোচালকের অমানবিক আচরণে তিনি হতবাক। ২০১৬ সালে দানা মাঝি নামে এক ব্যক্তির সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। আবারও একই ঘটনা ঘটল অন্ধ্র প্রদেশে। এধরণের অমানবিক আচরণ কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির প্রয়োজন ।
ফোর্টিন টাইমলাইন, অন্ধ্রপ্রদেশ