শুক্রবার সকালে অরুণাচলপ্রদেশে ফের দুর্ঘটনার কবলে পড়ল সেনা হেলিকপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি অরুণাচলের আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
সংবাদ সূত্রে খবর, যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি ছিল অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে । তবে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা হওয়ার কারণে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।
ফোর্টিন টাইমলাইন, অরুণাচলপ্রদেশ।