হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পাওয়ায় মেয়ের মরদেহকে বাইকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা। তবে এবার পশ্চিমবঙ্গে নয়। ঘটনাটি এবার ঘটেছে মধ্যপ্রদেশের শাহদলে। এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পেয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, নাবালিকা মেয়েটির বয়স ১৩ বছর। সোমবার রাতে মধ্যপ্রদেশের একটি হাসপাপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন ওই মৃত নাবালিকা মেয়েটির বাবা লক্ষ্মণ সিং। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের থেকে জানানো হয়, অ্যাম্বুলেন্স ১৫ কিলোমিটারের বেশি যাবে না। তাদের বাড়ি শাহদল থেকে ৭০ কিলোমিটার দূরে। কোনও উপায় না পেয়ে একটি মোটরবাইক জোগাড় করে নিজের মেয়ের মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নাকি মেয়েটির বাবাকে গাড়ি জোগাড় করতে বলেছিল। কিন্তু টাকার অভাবে বড় গাড়ি আর জোগাড় করতে পারেননি তিনি। তাই মোটরবাইকে করেই মেয়ের দেহকে নিয়ে যেতে হয়। এমন ঘটনার কথা জানতে পেরে তাদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন শাহদলের জেলাশাসক বন্দনা বৈদ্য। তাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তার সঙ্গে পুরো ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
ফোর্টিন টাইমলাইন, মধ্যপ্রদেশ।