ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। দিল্লির মেট্রো ভবনের কাছে বহুতলে বিধ্বংসী আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচানোর জন্য ওই বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন অনেকেই। আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছে বহুতলটি। প্রায় ৫০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে, বহুতলটি যেভাবে ভস্মীভূত হয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এদিন দমকলের প্রায় ৩০ টি ইঞ্জিন দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে ওই বিধ্বংসী আগুনকে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ ছিলেন ওই বহুতলটির ভেতরে। আচমকাই তারা টের পায় অফিসে আগুন ছড়াতে শুরু করেছে। ভয় পেয়ে বাধ্য হয়েই প্রাণ বাঁচাতে একের পর এক ঝাঁপ দিতে শুরু করেন অনেকে৷ অত উঁচু থেকে লাফ দিতে গিয়ে অনেকেই বিরাট চোট পেয়েছেন, শরীরের হাড়ও ভেঙে গিয়েছে অনেকের।
এদিন আগুন লাগার সময় কিছু স্থানীয় বাসিন্দা বহুতলটির নীচে দাঁড়িয়ে ছিলেন। দমকল বা পুলিশে খবর দেওয়ার আগে তাঁরাই ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্যে। প্রায় ৭০-৮০ জনকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এদিন বিকেল ৪ টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে ওই বিল্ডিংয়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই অনেকে প্রাণপণে পালাতে চেষ্টা করেন। কিন্তু নীচে নামার মাত্র একটি সিঁড়ি এবং সেটিও আগুনে জ্বলতে শুরু করেছিল। ফলত, তারা বাধ্য হয়ে দোতলা তিন তলা থেকে ঝাঁপাতে শুরু করে। জানা গিয়েছে, প্রায় ৭০ শতাংশ মহিলা এবং ৩০ শতাংশ পুরুষ ছিলেন অফিসটিতে, যারা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছেন।
বহুতলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে ভেঙে ফেলা হয় বিল্ডিংয়ের জানালা। সেখান থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, ওই চার তলা বিল্ডিংটি বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে অফিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এদিন অফিসের এক তলা থেকেই আগুন ছড়াতে শুরু করে। তবে, কিসের থেকে আগুন ছড়ায় তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, এদিনের এই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার শোক প্রকাশ করে একটি ট্যুইট করেছেন। ট্যুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এদিনের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।