মঙ্গলবার সকালে সিকিমের নাথুলায় তুষারধসে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। শিশু সহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা কড়া হচ্ছে। সেই তুষার ঝড়ে চাপা পড়ে রয়েছেন প্রায় দেড়শ পর্যটক। এমন মর্মান্তিক খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু হয়।
সূত্রের খবর, গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে হঠাৎই তুষারধস নামে। ৫ থেকে ৬ টি পর্যটকদের গাড়ি এই বিপর্যয়ের কবলে পড়ে। তাদের মধ্যে অনেকেই তুষারধসে চাপা পড়ে যাওয়ায় ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পর্যটকদেরও গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে এমন ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিম পুলিশ, সিকিম ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতরের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত পর্যটকদের মধ্যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৮০ টি গাড়ি উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পডতে পারে বলে মনে করা হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, সিকিম।