সোমবার বিকেল চারটে নাগাদ নয়ডার সেক্টর ১০০-র লোটাস বুলেভার্ড অ্যাপার্টমেন্টে কুকুরের কামড়ে গুরুতর আহত হয় একটি সাত মাসের শিশু। মর্মান্তিক এই ঘটনার পরেই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে নয়ডার ‘যথার্থ’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আইসিইউতে ভর্তি করে শিশুটির অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা চত্বরে।
শিশুটির মা-বাবা পেশায় নির্মাণ শ্রমিক। দুজনেই সোসাইটিতে কাজ করত এবং তাদের সন্তানকে নিজেদের কাছেই রাখত। তবে সোমবার আচমকাই একটি রাস্তার কুকুর সোসাইটিতে ঢুকে শিশুটিকে কামড়ে মারাত্মকভাবে আহত করে।
নয়ডা কর্তৃপক্ষের ওএসডি আইপি সিং এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা যেকোনও ভাবে সাহায্য করার জন্য বাসিন্দাদের পাশে আছি। আমরা রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য AOA-এর সঙ্গে সমন্বয় স্থাপন করব।’
এদিকে সোসাইটির ক্ষুব্ধ বাসিন্দারা একত্রিত হয়ে নয়ডা কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোসাইটির এক বাসিন্দার মতে, সোসাইটির বেসমেন্টে অনেক রাস্তার কুকুর থাকে। ৩-৪ মাস আগেও একটি কুকুর হামলা চালিয়েছিল সোসাইটির এক বাসিন্দার উপর। এদিকে পুলিশ জানিয়েছে, তাদেরকে কুকুর ধরতে বলা হয়েছিল। তবে কুকুর ধরতে সেখানে লোক গেলে কিছু বাসিন্দা নাকি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তবে দ্রুত সমস্যার সমাধানরের কথা জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
ব্যুরো নিউজ, নয়ডা, উত্তরপ্রদেশ।