জুন মাসে প্রায় ১২ দিনের মতো বন্ধ ব্যাঙ্ক

আরও পড়ুন

ব্যাঙ্ক হল এমন একটি সংস্থা যেখানে সাধারণ মানুষেরা অর্থ জমাও রাখতে পারে অথবা তাদের কোনও দরকারে ব্যাঙ্ক ঋণও দিতে পারে। এক কথায় ব্যাঙ্ক ছাড়া ব্যবসা-বাণিজ্য যেমন অচল ঠিক তেমনই সাধারণ মানুষের জীবনও অচল। ব্যাঙ্ক একদিন বন্ধ থাকলেই আম জনতাকে অনেক সমস্যায় পরতে হয়। আম জনতাকে এবার অনেক দিনের জন্যেই সমস্যায় পরতে পারেন।

সূত্রের খবর, আগামী মাস অর্থাৎ জুন মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ দিনের মধ্যে কাজ হবে মাত্র ১৮ দিন। আরবিআইয়ের (RBI) প্রকাশিত তালিকা থেকে তা জানা গেছে। কিন্তু, এই তালিকা থেকে পশ্চিমবঙ্গের মানুষ ভাগ্যক্রমে বেঁচে গেছেন। ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং চলবে বলে জানিয়েছে RBI।

আগামী জুন মাসে বন্ধ থাকবে যেই দিনগুলিতে-

  • ২ জুন, বৃহস্পতিবার- মহারানা প্রতাপ জয়ন্তী/ তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস (হরিয়ানা, রাজস্থান)
  • ৩ জুন, শুক্রবার- শ্রী গুরু অর্জুন দেবজির শাহাদাত দিবস (পঞ্জাব ১৪ জুন, মঙ্গলবার- সন্তগুরু কবিরের জন্মবার্ষিকী (ওড়িশা, চণ্ডীগড়, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ)
  • ১৫ জুন, বুধবার- গুরু হরগোবিন্দজির জন্মদিন (ওড়িশা, মিজোরাম, জম্মু এবং কাশ্মীর )
  • ২২ জুন, বুধবার – খারচি পুজো (ত্রিপুরা)
  • ৩০ জুন, বৃহস্পতিবার- রমনা-নী (মিজোরাম)

এছাড়া, ৫, ১২, ১৯, ২৬ জুন রবিবার এবং ১১ জুন, ২৫ জুন যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনগুলিতে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই তালিকা থেকে পরিষ্কার পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধের কারণে সমস্যায় পড়তে হবে না পশ্চিমবঙ্গের গ্রাহকদের।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close