প্রেমিকের সহায়তায় ১ লক্ষ টাকার সুপারি দিয়ে স্বামীকে খুন করালেন স্ত্রী। কর্নাটকের নন্দাগুড়ি গ্রামের একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই পচাগলা দেহটি উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম আনন্দ। তার বাড়ি কোলাক জেলার চাম্বি গ্রামে। কয়েক দিন যাবৎ নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তদন্তের সূত্রেই তার স্ত্রী চিত্রাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর বক্তব্যে বানান অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেমিকের সহায়তায় খুন করিয়েছেন স্বামীকে । শুধু তাই নয়, ভাড়াটে খুনিকে এক লক্ষ টাকা দিয়ে এই কাজ করানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আনন্দ পেশায় লরিচালক ছিলেন। তার স্ত্রী-র সঙ্গে প্রতিবেশী চলপতির সম্পর্ক আছে-,এই সন্দেহে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। প্রতিবেশীদের বক্তব্য, মদ্যপ অবস্থায় প্রায়ই স্ত্রী-কে মারধর করতেন আনন্দ। চলপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে কিছুদিন আগে চিত্ৰা থানায় অভিযোগ দায়ের করেছিল। কিন্তু পরে তাদের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। ফলে পথের কাঁটা আনন্দকে সরানোর জন্য ১ লক্ষ্ টাকা দিয়ে ভাড়াটে খুনি নিযুক্ত করেছিল চিত্ৰা ও তার প্রেমিক। চিত্রা ও চলপতি-সহ আরও চার জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
টাইমস ফোর্টিন ব্যুরো,বেঙ্গালুরু।