Bhopal : শিশু গিলে ফেলায় কুমিরের পেট কাটতে উদ্যোগী পরিবার

আরও পড়ুন

মধ্যপ্রদেশের শেওপুরের চম্বল নদীতে স্নান করতে গিয়ে কুমিরের কবলে পড়লো ৮ বছর বয়সের একটি নিষ্পাপ শিশু। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা চত্বরে। সোমবার শিশুটি নদীতে স্নান করতে গেলে বৃহদাকার এক কুমির আস্ত গিলে নেয় তাকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ বনদফতরের কর্মীরা। স্থানীয়রা কুমিরটিকে জাল, দড়ি ও লাঠি দিয়ে টেনে হিচড়ে কোনো রকমে ডাঙায় তোলেন। পরিবারের সদস্যদের দাবি- কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা না পর্যন্ত কুমিরটিকে ছাড়তে নারাজ তারা।

ব্যুরো নিউজ, ভোপাল, মধ্যপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close