Bhopal,Madhya Pradesh : হৃদযন্ত্র বিকল হয়ে নাবালক ছাত্র নিহত

আরও পড়ুন

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভিন্দের এটাওয়া রোডে বাসের মধ্যে আচমকাই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হল এক ছাত্রের ।

সূত্রের খবর, নিহত ওই ছাত্রের নাম মণীশ যাদব। বয়স ১২ বছর। চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। ঘটনার দিন স্কুল শেষে স্কুলেরই বাসে করে সে বাড়ি ফিরছিল। বাসের মধ্যে আচমকাই সে লুটিয়ে পড়ে।সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে খবর দেন বাস চালক। খবর পেয়েই ছুটে আসেন স্কুল কতৃপক্ষ । তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদযন্ত্র বিকল হয়েই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত মণীশকে দেখা ওই চিকিৎসক।মধ্য প্রদেশে হৃদযন্ত্র বিকল হয়ে মৃতদের মধ্যে মণীশই সম্ভবত কনিষ্ঠতম বলে জানান ওই চিকিৎসক। যদিও তার পরিবারের দাবি- মণীশের কোনও শারীরিক সমস্যা ছিল না। তারা মণীশেরময়না তদন্ত করতেও রাজি হননি। কোভিড-১৯ অতিমহামারীর পর থেকেই হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বলে সমীক্ষায় উঠে এসেছে । সাম্প্রতিককালে হৃদযন্ত্র বিকল হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় চিকিৎসক-সহ সকলেই উদ্বিগ্ন। ওই শহরে কনিষ্ঠতম ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

টাইমস ফোর্টিন ব্যুরো, ভোপাল, মধ্যপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close