Bihar : বিহারের দুর্নীতি নিয়ে আরজেডি- কে বিঁধলেন অমিত শাহ

আরও পড়ুন

‘জঙ্গলরাজ’ প্রসঙ্গ তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের এক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঞ্চ থেকে বিহারের মূল বিরোধী দল RJD (রাষ্ট্রীয় জনতা দল) কে আক্রমণ করেন। প্রসঙ্গত, সেদিন তিনি ২০০৫ সালের আগে জঙ্গলরাজের কথা মনে করিয়ে দেন। ২০০৫ সালেই ‘জঙ্গলরাজ’ সরিয়ে বিজেপি জেডিইউ সরকার ক্ষমতায় আসে। সভাচলাকালীন তিনি বলেন, জনগণ কোনদিন ‘জঙ্গলরাজের’ কথা ভুলবে না RJD -র পোস্টার থেকে যতই ‘লালু প্রসাদের’ ছবি সরিয়ে দেওয়া হোক না কেনও , মানুষ তবুও সেসময়ের দুর্নীতির কথা আজীবন মনে রাখবেন। এমনকি তিনি জনগণকে প্রশ্ন করেন- ‘লালু রাবরির শাসনকালের কথা আমরা কি কখনো ভুলতে পারব ‘?

এদিন এই সভা থেকেই রেকর্ড করে ভারত। শুধু তাই নয় ১৮ বছরের পুরনো পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। সূত্রের খবর ১৮ বছর আগে লাহোরের একটি অনুষ্ঠানে ৫৬ হাজার জন পাকিস্তানি ভারতের পতাকা উড়িয়েছিল। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে ৭৫ হাজার জন ভারতীয় ৫ মিনিট ধরে মেলে ধরেছিল জাতীয় পতাকা।

এদিন বিহারের জগদীশ পুরের এক সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের এক অন্যতম নায়ক হিসেবে রাজা কুনওয়ার সিং-কে বিবেচনা করা হয়। তাঁর ১৬৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই বিহারের জগদীশপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close