সামান্য অশান্তি থেকে শুরু হল হাতাহাতি সঙ্গে চলল গুলিও। তুমুল অশান্তি বিহারের পাটনার জেঠুলি গ্রামে।গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় প্রথমে কথা কাটাকাটি, আর সেখান থেকে গোলাগুলির জেরে প্রাণ গেল দুজনের।
পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের পাটনা মেডিকেল কলেজ এবং নালন্দা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে বলে খবর।এই ঘটনায় পুলিশ মোট সাতজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, কথা কাটাকাটির মাঝে এক পক্ষ অন্য পক্ষের ওপর গুলি চালিয়ে দেয়। তাতেই মারা যায় দুই যুবক। এরপর উত্তেজিত জনতা আবার গ্রামেরই কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানা যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এলাকায় চলছে পুলিশি প্রহরা।
ফোর্টিন টাইমলাইন, পাটনা