প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাজমহল(Taj Mahal) এবং কুতুবমিনার(Qutub Minar) ভেঙে দেওয়ার আবেদন জানিয়েছেন অসম বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মি(Rupjyoti Kurmi)। তাজমহল-কুতুবমিনারের মতো স্মৃতিসৌধগুলি যেন অবিলম্বে ভেঙে মন্দির গড়ে তোলা হয় তারই আবেদন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সিবিএসসি-র দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ পড়েছে মুঘল যুগ। কেন্দ্রের এমন পদক্ষেপকে সমর্থন জানাতে গিয়ে অসমের বিজেপি বিধায়ক রুপজ্যোতি কুর্মি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার আবেদন অবিলম্বে তাজমহল এবং কুতুবমিনার ভেঙে মন্দির গড়া হোক।’’ তিনি আরও বলেন, “ওই দুটি মন্দিরের স্থাপত্য এমন হওয়া উচিৎ যেন অন্য কোনও স্মৃতিস্তম্ভ তাদের কাছাকাছি না থাকে”।
প্রসঙ্গত, দেশজুড়ে মন্দির-মসজিদ নিয়ে বিতর্ক চলছে। অনেক জায়গাতেই এনিয়ে মামলা আদালত পর্যন্তও গড়িয়ে গেছে। এরই মধ্যে অসমের বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মি প্রধানমন্ত্রীর কাছে এমন আবেদন জানিয়েছেন। এখন দেখার পালা তার এমন আবেদন প্রধানমন্ত্রীর কাছে গ্রাহ্য হয় কি না।