বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সঞ্জয় কুমারের বিরুদ্ধে। অভিযোগ, দশম শ্রেণীর বর্ডার পরীক্ষার প্রশ্নপত্র ফ্যানস করেছেন তিনি। এই অভিযোগে তেলেঙ্গানা পুলিশ তাকে আটক করে।
সূত্রের খবর, মঙ্গলবার থেকে তেলঙ্গানার দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই হিন্দির প্রশ্নপত্র সবার হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে। এমন খবর পাওয়া মাত্রই গতকাল রাতে বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় কুমারের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ জানায়, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হচ্ছে। সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে টুইটারে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তার পাল্টা অভিযোগ, তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন বলেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, তেলেঙ্গানা।