মঙ্গলবার সকাল থেকে কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের একাধিক ঠিকানায় হানা দিয়েছে সিবিআই। তল্লাশি অভিযান চালানো হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে, খবর সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন সকাল থেকে বিভিন্ন রাজ্যে কার্তি চিদম্বরমের মোট ৯ টি সম্পত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তার মধ্যে রয়েছে চেন্নাইয়ের দুটি জায়গা, মুম্বাইয়ের তিনটি, কর্ণাটকের তিনটি, পাঞ্জাব এবং ওড়িশার একটি করে জায়গা।
জানা গিয়েছে, ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে চিদম্বরমের পুত্র বিদেশ থেকে বেআইনি ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন। এর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এর আগে সাবু নামক এক ব্যক্তির কাছ থেকে কার্তি ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন বলে অভিযোগ। পি চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তাঁর পুত্র কার্তি চিদম্বরম বেশ কয়েকজন চিনা নাগরিককে ভিসা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
উল্লেখ্য, এসব ঘটনার বিরুদ্ধেই এবার অভিযোগ উঠেছে কার্তি চিদম্বরমের নামে। এর আগে ২০১৯ সালে কার্তি চিদম্বরমের ১৬ টি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিনের ঘটনায় কার্তি চিদম্বরম একটি ট্যুইট করে জানান, “এমন তল্লাশি অভিযান এর আগেও বহুবার করা হয়েছে, কেন এমন করা হচ্ছে তা আমার জানা নেই। কতবার যে এ নিয়ে তল্লাশি অভিযান হল, তার গণনা আমি হারিয়ে ফেলেছি।” জানা গেছে, সিবিআই কার্তি চিদম্বরমকে বেআইনি গ্র্যাটিফিকেশনের একটি মামলাতেও অভিযুক্ত করেছে। অন্যদিকে, সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত জায়গাতেই ১৫ মিনিট ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে।