বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিশোরী। ফলস্বরূপ কিশোরীকে চুলের মুঠি ধরে টেনে রাস্তায় নিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে।
সূত্রের খবর, বছর ৪৭-এর ওই ব্যক্তির দোকানে কাজ করত ওই কিশোরী। তবে কিশোরী সেই কাজ ছেড়ে দেয়। এরপরই সেই ব্যাক্তি তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিশোরী সেই প্রস্তাবে নাকচ করে। তারপরই কিশোরীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত।
সেই ভিডিও ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা সংকটজনক। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ছত্তিশগড়।