Chhottishgarh : টাকার লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ, ধৃত দুই

আরও পড়ুন

মঙ্গলবার ছত্তিশগড়ে ১৩ বছর বয়সের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বলদাবাজার এলাকা চত্বরে। অভিযোগ স্থানীয় বাসিন্দা কুঞ্জরাম বর্মা ও রমেশ বর্মার বিরুদ্ধে। তারা দু’জনেই বলদাবাজার এলাকার বাসিন্দা। কুঞ্জরাম বর্মার বয়স ৭৬ ও রমেশ বর্মার বয়স ৪৭। ধৃতদের গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই দুই ব্যক্তি ১০ টাকার লোভ দেখিয়ে কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করত বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা এই ঘটনা জানতে পেরে কিশোরীটির পরিবারে জানান। ছত্তিশগড় পুলিশের কাছে কিশোরীর পরিবার দুই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কুঞ্জরাম বর্মা ও রমেশ বর্মাকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশ।

ব্যুরো নিউজ, রায়পুর, ছত্তিশগড়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close