ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আই এস সি)-২০২২ পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করল বাংলার ছাত্র-ছাত্রীরা। রবিবার এমন ফল প্রকাশের পর রীতিমতো সাড়া পড়ে যায় সমগ্র রাজ্যজুড়।
ফলাফল জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন: https://cisceresults.trafficmanager.net/
মোট ৪০০ নম্বরের পরীক্ষায় ৩৯৯ নম্বর পেয়েছেন বাংলার পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম বাংলার ৬ জন । উল্লেখ্য, এমন নম্বর পেয়েছেন দেশে ১৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে তিনজন কলকাতার ।মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (আই এস সি) পরীক্ষায় বসেছিলেন । পশ্চিমবঙ্গ থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন। পরীক্ষার দিন আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছে- এই রাজ্যে ৯৯.১৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।যেখানে দেশ পাশের হার ৯৯.৩৮ শতাংশ । পাশের হারের নিরিখে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। যারা প্রথম সারিতে রয়েছেন তাদের প্রাপ্ত নম্বর ৩৯৯। পশ্চিমবঙ্গের 6 জন পরীক্ষার্থী এমন নম্বর পেয়েছেন তাদের নাম মোঃ আরশ মোস্তফা( দা ফ্র্যাঙ্ক এন্টনি পাবলিক স্কুল, কলকাতা। প্রতীতি মজুমদার । সল্টলেক স্কুল, কলকাতা। অপূর্ব কাশিস, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা, পৃথ্বীজ মন্ডল, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি, নিখিল কুমার প্রসাদ সানশাইন স্কুল, বীরপাড়া আলিপুরদুয়ার এবং অভিষেক বিশ্বাস সেন্ড ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগণা, এছাড়াও ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়েছেন অর্থাৎ ৩৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১৯ জন। বাংলা থেকে ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন ৯৯.২৫ শতাংশ অর্থাৎ ৩৯৭ নম্বর পেয়ে। রাজ্যে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪১ শতাংশ ছেলেদের পাশের তুলনায় খানিকটা কম, ৯৮. ৯৩ শতাংশ।
তবে আইএসসি পরীক্ষাতে এবার দুর্ধর্ষ ফলাফল করতে পারায় বাকি পড়ুয়াদের উৎসাহ যোগাবে বৈকি।
ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা ও রায়গঞ্জ।