দিল্লির জাহাঙ্গীরপুরীর পর এবার উত্তপ্ত পাঞ্জাবের পাটিয়ালা। শুক্রবার পাঞ্জাবের পাটিয়ালা কালি মন্দিরের সামনে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ আরম্ভ হয়। সংঘর্ষের কেন্দ্র হল একটি খালিস্তান বিরোধী প্রতিবাদ মিছিল, খবর সূত্রে এমনটাই জানা যায়। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঞ্জাব পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়। এদিনের এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন। এদিনের এই সংঘর্ষের ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন তিনি। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “রাজ্যের শান্তি এবং সম্প্রীতি সবার উপরে। আমি পুলিশ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে কথা বলছি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ পাঞ্জাবের শান্তি কেউ বিঘ্নিত করতে চাইলে আমরা তাকে ছাড়ব না।”
সূত্রের খবর, যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল তাদের মধ্যে একটি দল মহারাষ্ট্র শিবসেনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এদিনের সংঘর্ষে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, দুই দল একে অপরকে ক্রমাগত পাথর ছুঁড়ে মারতে থাকে। এমনকি তরোয়াল নিয়েও ছুটে আসতে দেখা যায় কিছু কিছু কর্মীদের। জানা গিয়েছে, এদিনের এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন হরিশ সিংলা নামক এক ব্যক্তি। অন্য দিক থেকে একটি শিখ সম্প্রদায়ের মিছিল। বলা হচ্ছে যে, সেই দলটিই খালিস্তান পন্থী।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গোটা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মিছিলে হঠাৎ গুজব রটে যায়, কয়েকজন বিক্ষোভকারীর উপর হামলা হয়েছে। এর পরেই দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। শিখদের দলটি প্রথমে দুখ নিবারণ সাহেব গুরদ্বারের সামনে একত্রিত হয়। মূলত, শিবসেনার মিছিলের বিরোধিতা করার জন্যই এককাট্টা হয় তারা। এরপর খালিস্তান পন্থী স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যেতে থাকে দলটি। তৎক্ষণাৎ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে সেই চেষ্টায় ব্যর্থ হয় পাঞ্জাব পুলিশ। শিখদের এই মিছিলকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে এদিন এক পুলিশকর্মী আহতও হয়েছেন। পরিস্থিতি চরমে পৌঁছলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
গত কয়েকদিন আগেই হনুমান জয়ন্তীর দিন উত্তাল হয়ে উঠেছিল দিল্লির জাহাঙ্গীরপুরী। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি শুরু হয় জাহাঙ্গীরপুরী এলাকায়। এবার তারই রেশ ধরে প্রায় একইরকম ঘটনা ঘটল পাঞ্জাবের পাটিয়ালায়৷