কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মেরিন ড্রাইভ অঞ্চলের এক সরকারি হস্টেলে। এমন ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে সেই হস্টেলের নিরাপত্তারক্ষীর নামও। তবে পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। যার জেরে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘণীভূত হয়েছে।
সূত্রের খবর, ওই নিরাপত্তারক্ষীর নাম ওমপ্রকাশ কানোজিয়া। তিনি সাবিত্রী ফুলে উইমেনস হস্টেলে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। সেই হস্টেলেরই পাঁচতলায় থাকতেন ওই তরুণী। বুধবার ওই তরুণীর ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। অনুমান, ওই তরুণীকে ধর্ষণের পরে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ওই তরুণীর মৃত্যুর আসল কারন জানা যাবে। এই ঘটনার সঙ্গে ওই হস্টেলের নিরাপত্তারক্ষীর নাম উঠে এসেছে। তবে পুলিশের তল্লাশি শুরুর পর রেললাইনের ধার থেকে ওই নিরাপত্তারক্ষীরও মৃতদেহ উদ্ধার করা হয়।
পুরো ঘটনাটির পিছনে আসল কোন রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
ব্যুরো নিউজ, মুম্বই, টাইমস ফোর্টিন বাংল