এবার এক ধাক্কায় জ্বালানির দাম বাড়লো। বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একশো টাকারও বেশি বাড়িয়ে দেওয়া হল। গত তিন মাসে এই নিয়ে প্রায় সাড়ে চারশো টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে, সাধারণ মধ্যবিত্ত ছাড়াও হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় ধাক্কা খাবেন। জ্বালানির দাম বেরে যাওয়ায় ফলে, পরোক্ষভাবে পণ্য-দ্রব্যের বাজারেওপ্রভাব পড়বে।
সূত্রের খবর, শনিবার রাতে তেল সংস্থাগুলি ১৯ কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাসের দাম ১০৩ টাকা ৫০ পয়সা বাড়িয়েছে। ফলে রবিবার সকাল থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মোট দাম হল ২ হাজার ৪৫৫ টাকা। এর আগে ১ মার্চ ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ২২ মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম ৯ টাকা কমানো হলেও ১ এপ্রিল ফের এক ধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের দাম। এরপর, রবিবার ফের গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকার বেশি বেড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীসক মধ্যবিত্তদের।
তবে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি। LPG’র দাম মার্চ মাসের শুরুতে একধাক্কায় ৫০ টাকা বাড়লেও তারপর গত দু’মাস আর নতুন করে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এদিনও কলকাতায় ১৪ কেজি LPG’র সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকায়। দিল্লিতে LPG’র দাম ৯৪৯ টাকা ৫০ পয়সা। গত কয়েকদিন টানা দাম বৃদ্ধি পাওয়ার পর পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিও এখন থমকে রয়েছে। এই খবর খানিকটা হলেও স্বস্তি দেয় মধ্যবিত্তদের। যদিও এই স্বস্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।
হোটেল, রেস্তোরাঁতে রান্নার জন্য বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। অনুমান করা হচ্ছে, মূল্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়তে পারে।এই পরিস্থিতিতে ফের গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদের হাতে নয়া অস্ত্র চলে এলো।