ভারতে সক্রিয় ১৮,৮১৯ টি নতুন কোভিড মামলা সহ ১ -লক্ষ নতুন কোভিড কেস অতিক্রম করেছে।
সূত্রের খবর ,সারা দেশে বর্ষা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরো উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পুরো দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে আজ বর্ষা আরও অগ্রসর হয়েছে।
ভারতের সক্রিয় ১৮,৮১৯ টি নতুন কোভিড মামলা সহ ১-লক্ষ চিহ্ন অতিক্রম করেছে এমনকি ৪ ঘন্টায় ৩৯ জন মানুষও মারা গিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দিল্লির কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। গত সপ্তাহের ভূমিকম্পের পর আফগানিস্তানের জমাকৃত তহবিল মুক্তির বিষয়ে আলোচনা করতে তালিবানরা বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখা করতে চলেছে। পবিত্র গুহায় যাওয়ার পথে তীর্থযাত্রীদের প্রথম দল নিয়ে আজ অমরনাথ যাত্রা শুরু হয়েছে। এদিন জাতীয় রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি (IMD)।
দেশের কোভিড মামলা দেখতে ক্লিক করুন – https://www.mygov.in/covid-19