দেশ এখনও ওমিক্রনের কবলে। তবে সংক্রমণের হার অনেকটাই কম বলে জানা গিয়েছে। এবার এসে হাজির করোনা ভাইরাসের নতুন XE ভ্যারিয়ানটেনের সংক্রমণ।
মুম্বাই শহরের পর গুজরাতে মিলল কোভিড ভ্যারিয়েন্ট XE। বিশেষজ্ঞরা এই বিষয়ে জানান নতুন সংক্রমণ যে নয়া ভ্যারিয়েন্টশনের কারণেই, এমন কোনো প্রমান মেলেনি বৃহস্পতিবার টুইটে জানায় মহারাষ্ট্র। সূত্রে খবর এক ব্যাক্তি এই সপ্তাহের শেষে বিদেশ সফর করে দেশে ফিরেছে তাঁর শরীরে XE ভ্যারিয়েন্টের নতুন সংক্রমণ ধরা পরেছে। তবে স্বাস্থ্য মন্ত্রক এই সংক্রমণের কথা অস্বীকার করেছেন তাঁরা জানান ‘এই ব্যাক্তির শরীরে নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি মেলেনি ‘।
প্রসঙ্গত ভাইরোলজিস্টরা জানিয়েছেন যে এই নতুন সংক্রমণ দেশে আরও একটি কোভিড সংক্রমণের ঢেউ সৃষ্টি করার মতো যzথেষ্ট শক্তিশালী কিনা তা স্পষ্ট নয় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)যুক্তরাষ্ট্র শণাক্ত হয়েছিল তখন থেকে বিশ্বে সংক্রমণের খবর মিলেছে আনুমানিক ৬০০ এর অধিক । তাই এই সংক্রমণ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসতে সময় লাগবে ।