পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে। ঘটনাস্থলেই মারা যান চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এবং গুরুতরভাবে আহত হয় ওই গাড়িতে থাকা আরও দু’জন। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর জীবনের ইতি ঘটল।
সূত্রের খবর, পালঘরের চারোটিতে সূর্য নদীর ওপর দুর্ঘটনাটি ঘটেছে। সাইরাস একটি মার্সিডিজ গাড়িতে আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন।
হঠাৎই একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা এখন বর্তমানে গুজরাতের হাসপাতালে চিকিৎসাধীন।
সাইরাস মিস্ত্রি ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ ব্যবসায়ী। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন এই গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান এবং একমাত্র দ্বিতীয় ব্যক্তি যিনি তাঁর নিজের নামের সঙ্গে টাটা উপাধি বহন করেননি। ২০০৬ সালে টাটা বোর্ডে যোগ দেন প্রখ্য়াত ব্যবসায়ী পালোনজি মিস্ত্রির পুত্র সাইরাস মিস্ত্রি। ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রতন টাটা। রতন টাটার জায়গায় ২০১২ সালে চেয়ারম্যান পদে নিযুক্ত হন সাইরাস মিস্ত্রি। তাঁর এমন প্রয়াণে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী-সহ আরও অনেকেই।
The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022
Devastating News My Brother Cyrus Mistry passed away. Can’t believe it.
Rest in Peace Cyrus. pic.twitter.com/YEz7VDkWCY
— Supriya Sule (@supriya_sule) September 4, 2022
Saddened by the tragic news of the demise of former Chairman of Tata Sons, Cyrus Mistry.
He was amongst the brightest business minds of the country, who made a significant contribution to India’s growth story.
My heartfelt condolences to his family, friends and admirers.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022