Chennai: চলন্ত ট্রেনে ‘স্টান্ট’ দেখাতে গিয়ে মৃত্যু, কঠোর হল রেল দফতর

আরও পড়ুন

রেলগাড়ির পাদানিতে দাঁড়িয়ে বিপদজনকভাবে কেরামতি দেখাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক যুবকের। চলন্ত রেলগাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে ভ্রমণ করা বিপদজনক জেনেও তিনি চমক দেখাতে গেছিলেন বলে অভিযোগ। দক্ষিণ ভারতের চেন্নাইয়ে এমন ঘটনার পর সতর্ক করা হল সেই সব ব্যক্তিদের, যারা বিপদজনকভাবে রেলগাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে ভ্রমণ করেন।

সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম এ নীথি দেবান। তিরুভাল্লুর জেলার তিরুভালংগাডুর কাছে ওরাথুর গ্রামের বাসিন্দা নীথি। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। শনিবার দুপুর সওয়া তিনটে নাগাদ ভেলাচেরি থেকে আরএককোনামের উদ্দেশে যাওয়া একটি ট্রেনের সিঁড়িতে দাঁড়িয়ে ভ্রমণ করছিল নীথি। দু’টি স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটি এলে হঠাৎই ট্রেনের হাতল থেকে হাত ফসকে যায় তার। চলন্ত রেলগাড়ি থেকে পড়ার ফলে গুরুতর ভাবে জখম হয় সে। দুর্ঘটনায় তার দু’টি পা ভেঙে যায়। এরপর, তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

এমন দুর্ঘটনার ফলে রেল দফতর থেকে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চেন্নাই সেন্ট্রাল এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রেল দফতরের এক আধিকারিক। তিনি আরও বলেছেন- যেসব কলেজ পড়ুয়ারা ট্রেনে নানান ধরণের স্টান্ট দেখাতে থাকেন তাঁদের সতর্ক করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close