Imphol : লাফিয়ে বাড়ছে মৃত্যু, সর্বদল বৈঠক ডেকে শান্তি খোঁজার চেষ্টা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন

কিছুতেই অশান্তি থামছে না মণিপুরে !কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। অবশেষে সর্বদল বৈঠক সমস্যা নিরসনের চেষ্টা করলেন উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, অশান্তি থামা তো দূরের কথা আরও বেড়ে গিয়েছে মণিপুরে। কমপক্ষে ৫০ জন মারা গিয়েছেন মণিপুরে। সেনা- আধা সেনা নামিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।এক ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে চূড়াচাঁদপুরে।ইম্ফলে পড়তে যাওয়া ছাত্ররা ফিরতে শুরু করেছেন আগরতলায়।এদিকে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আজ সর্বদল বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে আরও সেনা বাড়ানো হচ্ছে। গত ৩ এপ্রিল থেকে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। একের পর এক বাড়িতে আগুন,গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে।
মেইই সম্প্রদায়কে তপসিলি জাতির তকমা দেওয়ার কারণেই বিদ্রোহ শুরু হয়েছে। প্রতিবাদে নাগা এবং কিকি সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল থেকেই অশান্তির সূত্রপাত। শুক্রবার মণিপুরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। কিন্তু শনিবার থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের ইম্ফল এবং চূড়াচন্দ্রপুর।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ভুয়ো ভিডিও ছড়ানোয় অশান্তি বাড়ছে। এই হিংসার ঘটনায় প্রায় ৯ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। ৭ হাজার জনকে সেনাবাহিনী নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। এমনটি চলতে থাকলে অশান্তি বাড়বে বই কমবে না।

ব্যুরো নিউজ, ইম্ফল, মণিপুর, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close