Delhi : রেফ্রিজারেটর থেকে পৌঢ়ের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

আরও পড়ুন

শুক্রবার রাতে রেফ্রিজারেটর থেকে পৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায়। ৫০ বছর বয়সের মৃত ওই পৌঢ়ের নাম জাকির। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশি সূত্রে খবর, জাকির নামের ওই পৌঢ়টি দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকার বাসিন্দা। পারিবারিক বচসার কারণে তিনি একা থাকতেন সেখানে। স্থানীয় এক নিকটাত্মীয় দীর্ঘদিন ধরে তার কোনও খোঁজ খবর না পাওয়ায় ও ফোন করার পরেও ফোন না তোলায় সন্দেহ হয় ওই আত্মীয়ের। এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পৌঢ়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও বাড়ির রেফ্রিজারেটর-এর ভেতর থেকে উদ্ধার করে পৌঢ়ের মৃতদেহ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকা চত্বরে। পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাকে। পুলিশের সন্দেহ পরিবারের ওপর।

পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যুরো নিউজ, সিলামপুর, দিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close