Baleshwar rail accident : রেল দুর্ঘটনার তদন্তে আটক ৩

আরও পড়ুন

করমণ্ডল রেল দুর্ঘটনার তদন্তে নেমে আটক করা হয়েছে তিনজনকে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তিনজনকে গ্রেফতার করেছে। তিনজনের মধ্যে একজন কর্তব্যরত স্টেশন মাস্টার, একজন টেকনিক্যাল ও একজন নন টেকনিক্যাল কর্মী। দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল সেটাও খতিয়ে দেখছে রেলসুরক্ষা কমিশন।

সূত্রের খবর, করমণ্ডল রেল দুর্ঘটনার নেপথ্যে কি কারন রয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তভার নেয় সিবিআই। তদন্তের দফায় দফায় তারা স্টেশনে ও রিলে রুম-সহ একাধিক বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের তদন্তের নিরিখেই সোমবার তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরুর প্রথমে করতব্যরত একাধিক রেলকর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সবার ফোনের কল হিস্ট্রি, চ্যাট খতিয়ে দেখা হয়।

এখনও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এত বড় একটি দুর্ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে ? কিভাবে ঘটনাটি ঠিক ঘটেছে, সবই এখন তদন্ত সাপেক্ষ বিষয়।

ব্যুরো নিউজ, বালেশ্বর, ওড়িশা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close