D&G : কদর বেড়েছে ‘হনুমান টুপির’, দাম ৪০ হাজার !

আরও পড়ুন

ভারতে যেখানে ‘হনুমান টুপি'(Monkey Cap)কে নিয়ে রসিকতা করা হয়, ইতালির একটি ফ্যাশন হাউজে সেই টুপিরই কদর বেড়েছে। ছোট থেকেই হনুমান টুপি পড়া নিয়ে বিতৃষ্ণা দেখান সকলে। শীতকালে ছোটবেলায় এই হনুমান টুপি পড়া নিয়ে অনেক রসিকতার স্মৃতি মনে পড়ে যায়। এখন অনেক ধরনের টুপি বেরিয়ে গেলেও একসময় ছোট এবং বয়স্কদের এই টুপি পড়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না। বলাই বাহুল্য, বয়স্কদের এই টুপি পড়তে দেখা গেলেও ফ্যাশনের দুনিয়ায় এখন ছোটদের এই টুপি পড়তে দেখাই যায় না।

ভারতে যেখানে হনুমান টুপি পড়া চলেই না ইতালীয় বিলাসবহুল একটি ফ্যাশন হাউজে (Dolce Gabbana) বা ডি এন্ড জি (D&G) সেখানে বহু দামেই বিক্রি হচ্ছে এই টুপি। তাদের খাকি রঙের এই টুপির নতুন কালেকশন দারুণ প্রশংসা পেয়েছে ওই দেশে। তবে এর দাম শুনলে হকচকিয়ে যেতে হবে। ভারতীয় মুদ্রায় এই হনুমান টুপির দাম চল্লিশ হাজার টাকা।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এই হনুমান টুপিটিরই ছবি ভাইরাল হয়েছে। এরই দাম ৪০ হাজার টাকা। তাতে ছাড় রয়েছে ৮ হাজার টাকা। টুপিটির মোট দাম ৩২ হাজার টাকা। ছবিটি দেখে কেউ হেসে উড়িয়ে দিয়েছেন, আবার কেউ দাম দেখে ভয়ই পেয়ে গেছেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close