ইউজিসি-র খসড়া বিল প্রস্তুত, একক উচ্চশিক্ষা নিয়ন্ত্রক নীতি বাস্তবায়িত হতে পারে এবার

হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া গঠনের জন্য খসড়া বিল তৈরি করে ফেলেছে ইউজিসি। আগামী ১৮ জুলাই সংসদের বাদল অধিবেশনে তা পেশ করা হতে পারে।

আরও পড়ুন

ভারতের উচ্চ শিক্ষা পরিষদ বা হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (HECI) একটি একক উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কল্পনা করা হয়েছিল। চলতি বছরে সেটি বাস্তবায়িত হতে পারে। উল্লেখ্য এই উচ্চ শিক্ষা পরিষদ ইউজিসি (UGC) অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এআইসিটিই (AICTE) এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-কে প্রতিস্থাপন করবার কথা ভেবেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)

উল্লেখ্য, ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নন-টেকনিক্যাল উচ্চ শিক্ষার ততত্ত্বাবধান করে থাকে। অন্যদিকে এআইসিটিই আবার কারিগরি শিক্ষার দিকটি চালনা করে এবং এনসিটিই হল শিক্ষকদের শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা। জানা যাচ্ছে, ইউজিসি হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করবার লক্ষ্যে একটি খসড়া বিল তৈরি করতে কার্যত প্রস্তুতি শুরু করে দিতে চায়।

সূত্রের খবর, খসড়া বিল তৈরি করে সেটি আগামী ১৮ জুলাই সংসদের বাদল অধিবেশনে পেশ করা হতে পারে। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার উন্নয়নের বিষয়টি নিশ্চিত করে এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার খসড়া বিল তৈরির কাজ শুরু করে দিয়েছি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এইচইসিআই (HECI)-এর পরিকাঠামো গঠন করবার জন্য এর অংশীদারদের সঙ্গে আলোচনায় বসা। তাদের এ বিষয়ে প্রতিক্রিয়াটাও আমাদের জানা দরকার।”

ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার

জানা যাচ্ছে, এই এইচিসিআই মোট ৪টি বিষয়কে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে। তার মধ্যে, সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত এবং অ-প্রযুক্তিগত উভয় দিক নিয়ন্ত্রণের জন্য জাতীয় উচ্চ শিক্ষা পরিষদ অর্থাৎ এনএইচইআরসি (NHERC), স্বীকৃতির জন্য একক পয়েন্ট হিসেবে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ (NAC), প্রতিষ্ঠানগুলির উচ্চ শিক্ষা অনুদান কাউন্সিল অর্থাৎ (HEGC) প্রতিষ্ঠানগুলিকে অনুদান বিতরণের তদারকি করা এবং একটি সাধারণ শিক্ষা পরিষদ অর্থাৎ (GEC). যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যাশিত শিক্ষার ফলাফল তৈরি করবে।

প্রসঙ্গত, এই হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ এইচইসিআই হল একটি মূল নিয়ন্ত্রক যা কিনা জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ (NEP) ২০২০-এর অধীনস্থ। জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর একটি নথিতে উল্লেখ আছে, “উচ্চ শিক্ষা খাতকে পুনরুজ্জীবিত করতে এবং এটিকে আরও সমৃদ্ধ করতে সক্ষম করবার জন্য নিয়ন্ত্রক ব্যবস্থার সম্পূর্ণভাবে সংশোধন করা প্রয়োজন।”

উল্লেখ্য, চলতি মাসেই ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। ইউজিসি-র তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৮ জুলাই থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি আরম্ভ হবে। রেজিষ্ট্রেশন শেষ হওয়ার পর প্রকাশিত হবে মেধা তালিকা। আগামী সেপ্টেম্বর মাস থেকেই আরম্ভ হবে কলেজের ক্লাস, এমনটাই খবর সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি, ইউজিসি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দ্বৈত ডিগ্রি অর্থাৎ (Two Degree Programme)-এর নিয়মে পরিবর্তনের কথা জানিয়েছিল। এই নিয়মানুসারে, ছাত্রছাত্রীরা একইসঙ্গে দুটি ডিগ্রি কোর্সের পড়াশোনা একসঙ্গে করতে পারবে। এ বিষয়ে ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছিলেন, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই নয়া নির্দেশিকা। এই নতুন নিয়মটি চালুর ফলে ছাত্রছাত্রীরা সার্বিক শিক্ষার অধিকারী হবে। তবে হ্যাঁ, দুটি ক্ষেত্রেই নিয়মিত ক্লাস করতে হবে পড়ুয়াদের। আর, দুটি কোর্স এক বিশ্ববিদ্যালয় থেকে করা যাবে না। দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তা করতে হবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close