Sikkim : প্রবল বর্ষণে, ধসে আটকে অসংখ্য পর্যটক

আরও পড়ুন

গত বুধবার রাত থেকে হওয়া মাত্রাতিরিক্ত বর্ষণে আটকে রয়েছেন অসংখ্য পর্যটক। এছাড়াও ধসের সঙ্গে পাহাড়ি নদীগুলিও ভয়ঙ্কর আকার ধারণ করছে। মারাত্মক ধসের কারনে সিকিমের বিভিন্ন জায়গায় প্রায় দু’হাজার পর্যটক আটকে রয়েছেন। তাদের উদ্ধারকার্যে বিআরও-কে নামানো হয়েছে। তৎপরতার সঙ্গে ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে।

উল্লেখ্য, বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের কারনে ধস নেমেছে। হড়পা বান এবং ধসের কারনে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় লাচুং, লাচেন, ইয়ুমথাং ভ্যালি-সহ একাধিক জনপ্রিয় পর্যটনস্থল ছাড়াও বাকি এলাকা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাজ্যের বিভিন্ন অংশ। জওহরলাল নেহরু মার্গে ধস নামায় ছাঙ্গু লেক, নাথু-লা পাস এবং বাবা মন্দির যাওয়ার রাস্তা বন্ধ বলে জানা গেছে। বৃষ্টির কারনে সেই কাজও ব্যাহত হচ্ছে বলেই খবর। তিস্তা, রঙ্গিত-সহ একাধিক নদীর জলস্তর বেড়ে যাচ্ছে। এমন ঘটনার জেরে আরও আতঙ্কের সৃষ্টি হচ্ছে পর্যটকদের মধ্যে। এমন দুর্ঘটনার কারনে শুধু উত্তর সিকিমেই আটকে পড়েছেন অন্তত ২০০০ জন দেশ-বিদেশের পর্যটক। এর মধ্যে শনিবার বেলা ১২টা পর্যন্ত ৩০০ পর্যটককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। আটকে থাকা পর্যটকদের মধ্যে ৩৬ জন বিদেশি এবং ১,৯৭৫ জন ভারতীয় রয়েছেন। এই ৩৬ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশের বাসিন্দা, ১০ জন মার্কিন নাগরিক এবং সিঙ্গাপুরের ৩ জন পর্যটক রয়েছেন। ধসের কারনে পাহাড়ি পথে আটকে রয়েছে ৩৪৫টি পর্যটকদের গাড়ি।

এই দুর্যোগে এখন কতজনকে উদ্ধার করা যায়, এটাই এখন দেখার।

ফোর্টিন টাইমলাইন, গ্যাংটক, সিকিম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close