আজ ভোরে ভূকম্পন অনুভূত হল জম্মু কাশ্মীরে

আরও পড়ুন

বৃহস্পতিবার ভোরে ভূকম্পন অনুভূত হল জম্মু এবং কাশ্মীরেরিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস স্থল হল তাজিকিস্তানের গর্নো-বাদাখশান। এদিন ভোর ৫ টা ৩৫ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত কোনওরকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তাজিকিস্তানের ১৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। 

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা

উল্লেখ্য, ভূতত্ত্ববিদরা জানিয়েছে, আফটার শকের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরের ভূমিকম্প সবসময়ই উদ্বেগের কারণ। তার কারণ হল, হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় জম্মু কাশ্মীর সিসমোলজিক্যালি সেন্সিটিভ এলাকা। এর আগে, গত মাসেও জম্মু কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। 

গত ২০০৫ সালে জম্মু কাশ্মীরে বেশ জোরালো ভূমিকম্পের ফলে সীমান্তের দু পারে বসবাসকারী প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। পাশাপাশি, কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়। চলতি বছরের সরস্বতী পুজোর দিনও জম্মু কাশ্মীরের মানুষ কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। সেই ভূকম্পনের আফটার শকের প্রভাব পড়েছিল গোটা দিল্লি জুড়ে৷ তারও উৎস স্থল ছিল তাজিকিস্তান। প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় সেবার। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close