Earth earthquake of Madhyapradesh : ভূমিকম্পে উষ্ণায়নের ছায়া মধ্যপ্রদেশে

আরও পড়ুন

শনিবার সন্ধে প্রায় সাড়ে ছয়টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রদেশের বরখেদি, নবদাপন্থ, উমারিয়া ও হারণ্যখেদি এলাকা । এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চত্বরে। আতঙ্কে রয়েছেন মধ্যপ্রদেশবাসী।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৯। সরকারি আধিকারিক মণীশ সিংহ জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি। তবে চিন্তার কোনও বিষয় না থাকলেও সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। অনুমান, বিশ্ব উষ্ণায়নের(global warming) কারনে বার বার এমন ছোট বড় ভূমিকম্পের সম্মুখীন হতে হচ্ছে।

টাইমস ফোর্টিন ব্যুরো,ভোপাল, মধ্যপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close