Sikkim : বুদ্ধ পূর্ণিমার ঢেউ রংফু-তেও, ভিড় বাড়ছে দর্শনার্থীদের

আরও পড়ুন

সারা পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সোমবার সকাল থেকে বুদ্ধ পূর্ণিমা পালনের জন্য মেতে উঠেছেন। গুরু পূর্ণিমার ধাক্কা গিয়ে পরল সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ২৭ কিলোমিটার দূরের ছোট্ট জনপদ রংফু শহরেও।, এদিন রংফু শহরে পৌঁছে আমাদের প্রতিনিধি বিশ্বরূপ দে ক্যামেরাবন্দি করেছেন বুদ্ধ পূর্ণিমা পালনের একটি খণ্ড চিত্র।

এদিন বুদ্ধদেবের মূর্তিকে সিংহাসনে চাপিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ‘নগর পরিক্রমা’ করেন। সেখানে অংশ নেন নারী বৃদ্ধ-বৃদ্ধারাও। বৃষ্টিস্নাত সকালেও উৎসাহে ভাটা পড়েনি রংফু শহরের মানুষের। রবিবারের পর সোমবারও সরকারি ছুটি থাকায় দলে দলে মানুষ অংশ নিয়েছেন বুদ্ধ পূর্ণিমা পালনে। এদিন নগর পরিক্রমার পর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ফল,মিষ্টি বিতরণ করেছেন। বুদ্ধ পূর্ণিমায় অংশ নিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যারা গৌতম বুদ্ধকে নিষ্ঠাভরে সম্মান করেন। তাঁর মুখনিঃসৃত বাণী দৈনিক সকালে হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চালান করে থাকেন। এর নামই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ । যাকে পশ্চিমী বিশ্ব ‘পুণ্য ভূমি’ আখ্যা দিয়ে থাকে।

Biswarup Dey return from Rongfu, Sikkim

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close