রবিবার পাঞ্জাবের মানসা জেলায় জাওহাররে গ্রামে একটি গাড়িতে হামলার ফলে মৃত্যু হয় পাঞ্জাবি গায়ক, গীতিকার, অভিনেতা তথা সিধু মুসে ওয়ালার(Sidhu Moose Wala)। পর পর গুলি চালানোয় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তারকার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে। অনেক তারকারাই টুইট করে তাঁর মৃত্যুর শান্তি কামনা করেন।
Stunned by the shocking death of #SidhuMoosewala. May Waheguru give his loved ones strength in their hour of grief. RIP departed soul 🙏 Still trying to wrap my head around this one. pic.twitter.com/voGupsgZ2B
— Ajay Devgn (@ajaydevgn) May 29, 2022
Satnam shri waheguru 🙏 very shocking n very sad, a great artist n a wonderful human being, may god give the strengths to his family 🙏 #sidhumoosewala pic.twitter.com/hfMDxxxBRt
— Kapil Sharma (@KapilSharmaK9) May 29, 2022
সিধু মুসে ওয়ালার বাবা বলকাউর সিং তাঁর ছেলের মৃত্যুর বিষয়ে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(CBI) এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।
সিধু মুসে ওয়ালার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার ফলে আলাদা করে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল তাঁর জন্য। সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পরদিনই হামলা হয় ওয়ালার উপর। দুষ্কৃতীরা তাঁকে তাঁর গাড়িতেই ৩০ বারের মতো পর পর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় ওয়ালার।
পঞ্জাব পুলিশ তাঁর হত্যাকাণ্ডের জন্যে লরেন্স বিশনোই গ্যাংকে দায়ী করেছে। সূত্রের খবর, ওয়ালার মৃত্যু কাণ্ডে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টে সিধু মুজ ওয়ালার হত্যার দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, এবং ৩৪১ ধারা এবং মানসা থানায় সিটি-১-এ অস্ত্র আইনের ২৫ এবং ২৭ ধারায় এফএইআর (FIR)ধার্য করা হয়। গোটা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ।