Pune : প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় মহিলা পাইলট আহত

আরও পড়ুন

সোমবার মহারাষ্ট্রের পুনের ইন্দাপুর তালুকের কদবানওয়াদি গ্রামের একটি খামারে আচমকাই ভেঙে পড়ে একটি প্রশিক্ষণরত বিমান। ওই বিমানের চালক হিসেবে ছিলেন ২২ বছর বয়সের এক মহিলা পাইলট। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।

এই দুর্ঘটনায় গুরুতর অবস্থায় আহত হন ওই মহিলা পাইলট। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানো হয়।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়া জানান, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।

বিমানটির আচমকাই ভেঙে পড়ার কোনও নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তা খতিয়ে দেখছে পুলিশ।

টাইমস ফোর্টিন ব্যুরো, পুনে, মহারাষ্ট্র।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close