সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করেছে ফিফা। সেক্ষেত্রে প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, ভারতীয় ফুটবল আবার অন্ধকারে ডুবে গেল। ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে দেশের ফুটবল মহলে। ভারতীয় ফুটবলে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারনে এই শাস্তি বলে ফিফা (FIFA) জানিয়েছে।
ফি’বছর ১১-৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ফিফার নির্বাসনে সেই বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাসন না উঠলে সেই বিশ্বকাপ আয়োজন করতে পারবে না ভারত।
উল্লেখ্য, এক বিবৃতিতে ফিফা বেশ কড়াভাবেই জানিয়েছে, ‘এই নির্বাসনের অর্থ ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না। এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।’ পাশাপাশি ফিফা এ-ও জানিয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কথা বলবে। সেখানে আশ্বাস পেলে নির্বাসন তোলার ক্ষেত্রে কিছুটা নরম হতে পারে ফিফা।